বঙ্গভূমি লাইভ ডেস্ক: বাড়ি নিয়ে অভিযোগের শেষ ছিল না স্ত্রীর। তাই রাগের চোটে এক অনন্য সিদ্ধান্ত নিলেন স্বামী। বানিয়ে ফেললেন এমন এক বাড়ি যা সারাদিনে ৩৬০ ডিগ্রি ঘুরবে। ঘটনাটি উত্তর বসনিয়ার কাছে সার্বাক এলাকার। সেখানকারই বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ ওয়োকিন কুসিক। তিনি জানান, তাঁর স্ত্রী এমন একটি বাড়ি চেয়েছিলেন যেখান থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন দৃশ্য...