বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনা কেড়েছে সব। কেড়েছে বাবা-মা-কেও। বেঙ্গালুরুর সেই সব অনাথ বাচ্চাদের দেখভালের কথা ভাবল কর্নাটক সরকার। সেইসব বাচ্চাদের স্বার্থে নিয়োগ করা হল নোডাল অফিসার। আইএএস অফিসার ও রেজিস্ট্রেশন অ্যান্ড কমিশনার অফ স্ট্যাম্পস এর ইন্সপেক্টর জেনারেল কে পি মোহনকে অনাথ বাচ্চাদের দেখভালে নিয়োগ করা হয়েছে। দেশের কোনও রাজ্যই যেন ছাড় পায়নি। কর্নাটকেও লাফিয়ে বেড়েছে...