বঙ্গভূমি লাইভ ডেস্ক: সকাল থেকে সরগরম রাজ্য-দেশের রাজনীতি। যোগী রাজ্যের উন্নয়নের বিজ্ঞাপন নিয়ে চলছে পালটা যুক্তি। বিজ্ঞাপন সংস্থা ভুল স্বীকার করলেও বিঁধতে ছাড়ছেন না বিরোধীরা। তৃণমূল কংরেসের যুব নেত্রী সায়নি ঘোষ ফেসবুকে পোস্ট করে জল্পনা উস্কেছেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে। যোগী রাজ্যেও কি লড়বে তৃণমূল? ফেসবুক পোস্টে সায়নি লিখেছেন, ‘এটা কোলকাতার মা ফ্লাইওভার…ঠিকই ধরেছেন, উত্তরপ্রদেশেও...