বঙ্গভূমি লাইভ ডেস্ক: এক মুসলিম জেলবন্দিকে রামনাম বলতে বাধ্য করা হয়েছে। এমনই অভিযোগ উঠল তিহার জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। দিল্লির আদালতে নাশকতার ছকের সঙ্গে যুক্ত বিচারাধীন এক আইসিস জঙ্গির এমনই চাঞ্চল্যকর অভিযোগ। ২০১৮ সাল। একাধিক আত্মঘাতী হামলা এবং সিরিয়াল বিস্ফোরণের ছক কষেছিল এদেশে বেড়ে ওঠা আইসিসের শাখা সংগঠন। জঙ্গিদের টার্গেট ছিল প্রধানত রাজনৈতিক নেতারা। এছাড়াও এই...