বঙ্গভূমি লাইভ ডেস্ক: বেশ কয়েকটি আপাতভাবে বদ অভ্যাসের পিছনে যুক্তিগ্রাহ্য কিছু কারণ খুঁজে পেয়েছেন গবেষকরা। তাঁরা বলছেন, এই ‘বদগুণ’গুলি থাকলে, আপনি আসলে বুদ্ধিমান। জেনে নিন সেগুলি কী কী। ১. দাঁত দিয়ে নখ কাটা: চিন্তা থেকে মুক্তির উপায় হিসেবে অনেকেই দাঁত দিয়ে নখ কাটতে থাকেন। গবেষণা বলছে যাঁদের এই অভ্যাস থাকে, তাঁরা বাকিদের তুলনায় সামান্য...