বঙ্গভূমি লাইভ ডেস্ক: ধরা যাক, কোনও সুন্দরীর সঙ্গে করমর্দনের জন্য কেউ হাত বাড়িয়েছেন, আর সুন্দরীর হাতও এগিয়ে আসছে সামনে কিন্তু একি, মহিলার সাজানো নখের উপর যে খেলে বেড়াচ্ছে জ্যান্ত মাছ। হতেই পারে! কারণ এখন নতুন নেল আর্ট বা ধ্রুপদী নখরঞ্জনী শিল্পের শেষতম বিস্ময় এটিই। বিশ্বাস না হলে দেখে নেওয়া যেতে পারে, দুবাইয়ের নেল আর্ট পার্লার...