বঙ্গভূমি লাইভ ডেস্ক: সিধুকে নিয়ে বেশ বিপাকে পড়েছিল দল। তাই তাঁর মান ভাঙাতে আসরে নামেন খোদ পঞ্জাবের মুখ্যমন্ত্রী। মান ভেঙেছে। শোনা যাচ্ছে তিনি পঞ্জাব প্রধানের পদে ফিরতে চলেছেন। তবে সরকারের সঙ্গে দলের সমন্বয় রক্ষায় তৈরি হবে কমিটি। বৃহস্পতিবার ‘বিদ্রোহী’ নভজ্যোৎ সিং সিধুর সঙ্গে বৈঠকে বসেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিন চান্নি। সূত্রের খবর, বৈঠকে সিধুর মানভঞ্জনে...