বঙ্গভূমি লাইভ ডেস্ক: সম্প্রতি আইএএস অফিসার জিতিন যাদব পুঁথিগত শিক্ষার অসারতা প্রসঙ্গে একটি টুইট করেন, যা আমাদের মনে করিয়ে দেয় আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ছবিটির কথা। এই ছবিতে আমিরের অভিনীত চরিত্র, র্যাঞ্চো আমাদের শিখিয়েছিল পড়াশোনার উদ্দেশ্য শুধু ইঁদুর দৌড়ে সামিল হওয়া নয়, বরং এমন বিষয় নিয়েই পড়াশোনা করা উচিত, যা আমাদের প্রকৃত অর্থেই খুশি...