বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনার টিকা নেওয়ার পরই,শরীরে আজব পরিবর্তন । ত্বক যেন চুম্বকের মত আচরণ করতে শুরু করেছে। শরীরের কাছাকাছি ধরলেই চুম্বকের মত টেনে নিচ্ছে লোহা আর স্টিলের সামগ্রী। না কোনও গল্পকথা নয়। মহারাষ্ট্রের নাসিকের এক পরিবার এমনই দাবি করছে। ৭১ বছরের অরবিন্দ জগন্নাথ সোনার। নাসিকের শিবাজী চক এলাকার বাসিন্দা। দোসরা জুন তিনি করোনা টিকার...