বঙ্গভূমি লাইভ ডেস্ক: মাদককাণ্ডে হেফাজতে শাহরুখ পুত্র আরিয়ান খান। প্রতিবারে করা জামিনের আবেদনই খারিজ হয়ে যাচ্ছে। এবার নজরে এল এক মহিলার উপস্থিতি। শাহরুখ গৌরির সঙ্গে ছবি তো রয়েছেই তাঁর, এমনকি জামিনের আবেদন খারিজ হওয়ার দিন আদালতে কান্নায় ভেঙে পড়তেও দেখা গেছে তাঁকে। নাম পূজা দাদলানি, কিন্তু ইনি কে? খান পরিবারের সঙ্গে সম্পর্কই বা কি? ২০১২ সাল...