বঙ্গভূমি লাইভ ডেস্ক: ভালোবাসার সম্পর্কের এক মর্মান্তিক পরিণতির সাক্ষী থাকল কেরলের কোল্লাম। মর্মান্তিক শুধু নয়, পাশবিকও। বন্ধুর রাগের আগুনে, প্রাণ গেল ২৮ বছরের যুবতী আথিরার। অগ্নিদগ্ধ হয়েছেন, অভিযুক্ত শাহনবাস। পুলিস জানিয়েছে, আনুষ্ঠানিক বিয়ে না হলেও, দীর্ঘদিন দম্পতির মতই থাকতেন আথিরা এবং শাহনবাস। মঙ্গলবার তাঁদের মধ্যে প্রচণ্ড অশান্তি হয়। অশান্তির কারণ আথিরার তোলা একটি ভিডিও ইনস্টাগ্রামে...