বঙ্গভূমি লাইভ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউতে গঙ্গার পবিত্র জলে মৃতদেহ ভাসার ছবি দেখেছে গোটাদেশ। অতিমারি পরিস্থিতির এই ভয়াবহতার চিত্র নিয়েই কবিতা লিখেছিলেন গুজরাটি কবি পারুল খাখার। গঙ্গাবক্ষে ভাসমান মৃতদেহ নিয়ে কবিতা লিখে গুজরাট সাহিত্য অ্যাকাডেমির রোষের মুখে পড়লেন তিনি। অ্যাকাডেমি থেকে প্রকাশিত ‘শব্দসৃষ্টি’ পত্রিকার সম্পাদকীয়তে চরম সমালোচনা করা হল এই কবিতার। অভিযোগ করা হল,...