বঙ্গভূমি লাইভ ডেস্ক: নাম বর্ষা ভার্মা। জাতীয় স্তরের জুডো চ্যাম্পিয়ন এবং একজন কবি। কিন্তু করোনা বিপর্যয়ের সময়, তাঁর এই দুটো পরিচয়ই চলে গেছে আড়ালে, আজ তিনি একজন কোভিড যোদ্ধা। করোনায় মৃতদের শ্মশানে নিয়ে যাওয়া থেকে সৎকার, সব একা হাতেই সামলান তিনি। কয়েক মাস আগে এক মর্মান্তিক ঘটনা, তাঁর চোখ খুলে দেয়, তারপর থেকেই নিজেকে মানুষের...