বঙ্গভূমি লাইভ ডেস্ক: অবশেষে কাবুলে ফিরলেন মোল্লা বরাদর। তিনি অন্যতম প্রধান তালিবান শীর্ষ নেতা। যত দূর জানা যাচ্ছে, তিনি হতে পারেন, আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট। এখন সরকার গঠন সময়ের অপেক্ষা। তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই, একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বে। কে হবেন পরবর্তী প্রেসিডেন্ট? দৌড়ে এগিয়ে তালিবান নেতা হাইবাতুল্লা আখুন্দজাদার ডেপুটি বা সহকারী মোল্লা...