বঙ্গভূমি লাইভ ডেস্ক: তারকেশ্বরের ৪৬ বছরের পুজো বন্ধ হয়ে গেল। বোধনের আগেই ভেসে উঠল বিসর্জনের সুর। জমি নিয়ে বিবাদের জেরে পুলিস দিল না পুজোর অনুমতি। যার জেরে তারকেশ্বরের জয়নগর গ্রামে বন্ধ হয়ে গেল চার দশকের পুজো। প্রায় চার দশক আগে থেকে এই পুজো হচ্ছে। এই পুজোর জন্য গ্রামবাসীরা অপেক্ষা করে থাকেন। পুজো বন্ধ হওয়ার জেরে...