বঙ্গভূমি লাইভ ডেস্ক: পশ্চিম রেলওয়ের প্রথম মহিলা লোকোপাইলট হয়ে নিজের স্বপ্নপূরণ করেছেন মধ্যপ্রদেশের কুমকুম ডোংরে। পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত একটি ট্রেন চালিয়ে মহারাষ্ট্রের ভাসাই রোড থেকে গুজরাতের ভাদোদরায় পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছেন কুমকুম। পশ্চিম রেলওয়ের ইতিহাসে এই প্রথম কোনও দূরপাল্লার মালবাহী ট্রেনের পরিচালকরা সকলেই মহিলা। বাণিজ্যবিভাগে স্নাতক চলাকালীন কুমকুম একই সঙ্গে দুই বছরের আইটিআই কোর্সে...