বঙ্গভূমি লাইভ ডেস্ক : ধর্ম-জাতপাত-হিংসার রাজনীতিকে পরাস্ত করুন। এমন প্রার্থীকে জিতিয়ে আনুন যাঁরা আপনাদের কথা প্রশাসনকে শুনতে বাধ্য করবেন-ঠিক এই ভাষাতেই এবার সিপিএমের দুই তরুণ তুর্কীকে জেতানোর আবেদন রাখলেন ডাক্তার কাফিল খান। কাফিল খানকে মনে পড়ে? ইনি সেই শিশুরোগ বিশেষজ্ঞ যাকে উত্তরপ্রদেশের বিআরডি মেডিক্যালে অক্সিজেনের অভাবে ১০টি শিশুমৃত্যুর জন্য বলির পাঁঠা করা হয়েছিল। যোগী আদিত্যনাথের...