বঙ্গভূমি লাইভ ডেস্ক: সরঞ্জাম বলতে সাধারণ ডিএসএলআর ক্যামেরা। এবং একটি অতি সাধারণ টেলিস্কোপ। তা দিয়েই বৃহস্পতি এবং শনি গ্রহের ছবি তুলে তাকে লাগিয়ে দিলেন কিশোর। মাত্র ১৬ বছর বয়সেই এই অসাধ্য সাধন করলেন তিনি। কিসিরের নাম প্রথমেশ জাজু। পুনের বাসিন্দা। নিজে অতি সাধারণ সরঞ্জাম ব্যবহার করে পরিষ্কার বৃহস্পতিব এবং শনির ছবি তুলেছেন। সেই ছবি নেটমাধ্যমে...