বঙ্গভূমি লাইভ ডেস্ক: অসংখ্য মানুষের জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছে করোনা কাল। কত সদ্য বিবাহিতার সিঁদুর মুছেছে, সন্তানকে পৃথিবীর আলো দেখানোর আগে তাঁকে গর্ভে নিয়েই চলে গেছেন কত যুবতী, কত ছোট্ট শিশুর জীবন থেকেই মুছে গেছে বাবা-মা ডাকটাও। অতিমারীর ভয়ঙ্কর রূপে যখন গোটা বিশ্ব ত্রস্ত, তখন এই বছরটাই যেন আশীর্বাদের মতো নেমে এলো দুই প্রৌঢ়ের...