বঙ্গভূমি লাইভ ডেস্ক: আগেই বিপজ্জনক বাড়ির বোর্ড ঝুলিয়েছিল পুরসভা। এতেও সতর্ক হননি বাড়ির মালিক। ফলে যা হওয়ার তাই হল। ভেঙে পড়ল শতাব্দীপ্রাচীন বাড়ি। ব্যবধান মাত্র ২৪ ঘণ্টার! কলকাতায় ভেঙে পড়ল দুইটি বাড়ি। আহিরীটোলায় ধ্বংসস্তুপে চাপা পড়ে প্রাণ গেল শিশু-সহ ৪ জনের। বড়বাজারে অবশ্য কেউ হতাহত হননি। বাদ গেল না হাওড়াও। বরাতজোরে রক্ষা পেলেন পথ চলতি...