বঙ্গভূমি লাইভ ডেস্ক: নিউটাউন এনকাউন্টারে দেশ কাঁপানো গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লারের মৃত্যু তুলে দিচ্ছে একাধিক প্রশ্ন। কুখ্যাত ভুল্লারের সঙ্গে অপরাধ জগতের নিবিড় সম্পর্ক, যেন পরতে পরতে খুলে যাচ্ছে। প্রশ্ন দাগী আসামী জয়পালের হাত ঠিক কতটা বড় ছিল তাই নিয়ে। তদন্তে নেমে ভুল্লারের পাকিস্তান-যোগের গন্ধও পাচ্ছেন গোয়েন্দারা। নিউটাউনের সুখবৃষ্টি আবাসন প্রকল্পের বি ১৫৩ নম্বর টাওয়ারের ২০১...