বঙ্গভূমি লাইভ ডেস্ক: কেন্দ্রের করোনা টিকাকরণ পরিকল্পনায় কি কোথাও রয়ে যাচ্ছে গাফিলতি? কোনও বাছ-বিচার না করে, গণহারে এমন অসম্পূর্ণ ডোজের টিকা দিতে থাকলে যে আখেরে তা করোনার মিউট্যান্ট স্ট্রেন অর্থাৎ পরিবর্তিত রূপভেদের উত্থান ঘটাতে পারে, তেমনটাই জানালেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার মোদিকে এই নিয়ে পরামর্শ দেন এইমস-এর চিকিৎসকরা। তাঁদের সঙ্গে ছিলেন সরকারের তৈরি কোভিড-১৯-এর জাতীয় টাস্কফোর্সের কয়েকজন...