বঙ্গভূমি লাইভ ডেস্ক: একটি সেতু তৈরি করতে যেখানে শক্তিশালী সব ষ্টিলসহ কংক্রিট ব্যবহার করা হয় সেখানে ঘাস দিয়ে কীভাবে সেতু তৈরি করা যায় তা ভাবলেই অবাক হতে হয় তাই না? তাও আবার যতই ঝড়-বৃষ্টি হোক বা যাতায়াত হোক কিন্তু এই সেতুর ঘাস নাকি একেবারেই ছিঁড়বে না। অবাক করা বিষয় হলেও কিন্তু সত্যিই নাকি এমনটাই হয়েছে।...