বঙ্গভূমি লাইভ ডেস্ক: সিপিএম মানসিকতায় জীর্ণ, বুড়োদের পার্টি। এই তকমা সিপিএম যে এখনও খসাতে পারেনি, তার প্রমাণ বর্ধমানের ঘটনা। জিন্স পরায় এক মহিলা কর্মীকে সম্মেলনে ঢুকতে দেওয়া হয় না। এমন অভিযোগই করেছেন বর্ধমানের মৌসুমী মল্লিক। ফেসবুক পোস্টে তাঁর অভিযোগ, জিন্স-শার্ট পরে পার্টি সম্মেলনে আসা যায় না বলে বলা হয়েছে। বর্ধমান পূর্ব এক নম্বর এরিয়া কমিটির...