বঙ্গভূমি লাইভ ডেস্ক: দুর্দান্ত সাফল্য এসএসকেএম হাসপাতালের ইনস্টিটিউট অফ অটো রাইনো ল্যারিঙ্গোলজি অ্যান্ড হেড নেক সার্জারি বিভাগের। অস্ত্রোপচার করে এক মাসের শিশুর খাদ্যনালী থেকে বের করা হলো ব্লাউজের হুক। গত শনিবার, তমলুকের বাসিন্দা এক মা স্তন্যপান করাচ্ছিলেন তাঁর এক মাস বয়সী শিশু কন্যাকে। বুকের দুধ খাওয়াতে গিয়েই ঘটে বিপত্তি। দুধের সঙ্গে ব্লাউজের আলগা হুক সটান...