বঙ্গভূমি লাইভ ডেস্ক: এখনও পিছু তাড়া করছে ২৯ মে- র ভয়াবহ স্মৃতি। বিষ মদ পান করে উত্তপ্রদেশের আলিগড়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে সরকারি হিসেবে। রাজ্য সরকার ক্ষতিপূরণ ঘোষণা করলেও, পরিবারের লোকের দাবি তাঁরা কাজ চান। গত ২৮ মে প্রথম চোলাই বিষ মদ পান করে মৃত্যুর খবর সামনে আসে। এরপরই আলিগড়ের মধ্যে পরপর মানুষ অসুস্থ হতে...