বঙ্গভূমি লাইভ ডেস্ক: এক সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, গজেন্দ্রকুমার মিত্র, সাহিত্যিক নরেন দেব, অহীন্দ্র চৌধুরি থেকে বহু মণীষী এসেছিলেন এই স্থানে। এমনকী, নিয়মিত সাহিত্য চক্র বসত এই গুণী ব্যক্তিদের। সেই লিলুয়ার গীতাঞ্জলি ইনস্টিটিউট রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংস হতে বসেছে। নাটকের প্রতিযোগিতা থেকে শিক্ষামূলক চলচ্চিত্র নানারকমের অনুষ্ঠান লেগে থাকত এই ইনস্টিটিউটে। এখন রেলের অধীনেই...