বঙ্গভূমি লাইভ ডেস্ক: ‘তোমাকে দেখতে তো বেশ সুন্দর। সিনেমায় অভিনয় করবে?’ বলিউডের নামী পরিচালক মধুর ভান্ডারকরের সরাসরি প্রস্তাবে প্রায় আঁতকে উঠেছিলেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া। প্রথমে হকচকিয়ে গেলেও, টোকিও অলিম্পিক্সের সোনা জয়ী জ্যাভেলিন থ্রোয়ার উত্তর দেন, ‘আমি অভিনয় করতে চাই না। নিজের খেলায় আরও মন দেওয়াই আমার লক্ষ্য।’ মধুর রসিকতা করলেও, সেদিনই তিনি বুঝে...