বঙ্গভূমি লাইভ ডেস্ক: হেভিওয়েট কেন্দ্রে নির্বাচনের হার সবচেয়ে কম, হার মাত্র ৫৩.৩২ শতাংশ। এটা হয়তো তৃণমূলই ভাবতে পারেনি। এই কম ভোটের হারেই সফলতা দেখতে পাচ্ছে বিজেপি। ৫টার পরই বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে বসলেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্যে একটা ছবিই ফুটে এল, এত প্রচার করেও যে ভোট দিতে মানুষ আগ্রহীই নয় তাতেই আশার আলো দেখছে...