বঙ্গভূমি লাইভ ডেস্ক: ফের সামনে এল এক স্বঘোষিত ‘ধর্মগুরুর’কুকীর্তি। নাবালিকাদের যৌন নিগ্রহের অভিযোগে মামলা হল তামিলনাডুর শিবশংকর বাবার বিরুদ্ধে । তামিলনাড়ুতে চেন্নাইয়ের কাছে কেলামবক্কমে শিবশংকর বাবার একটি স্কুল রয়েছে। অভিযোগ, সেখানকার ছাত্রীরা শিবশংকর বাবার যৌন নির্যাতনের শিকার।এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দায়ের হয়েছে মামলা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৬৩, ৩৬৫ ও ৩৬৬ ধারায় মামলা রুজু...