বঙ্গভূমি লাইভ ডেস্ক: কথা দিয়েছিল ১৫ মিনিটের মধ্যেই মুদিখানার সমস্ত জিনিস তারা বাড়িতে পৌঁছে দেবে। কথা রাখতে পারলো না জোমাটো। চলতি বছরের জুলাই মাসে ‘গ্রোসারি ডেলিভারি’ পরিষেবা জোমাটো শুরু করলেও তিন মাসের মধ্যেই তা বন্ধ করে দিতে হচ্ছে। জোমাটোর তরফ থেকে জানানো হয়েছে, ১৭ সেপ্টেম্বরের পর থেকে আর এই অ্যাপে মুদিখানার বাজার করা যাবে না।...