বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনা আক্রমণে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত হয় মারাত্মক ভাবে। তবে শুধু ফুসফুসই নয়, মস্তিষ্কেও যথেষ্ট প্রভাব ফেলছে রোগ। করোনা সংক্রমণের জেরে কমে যেতে পারে গ্রে ম্যাটার। সম্প্ৰতি ব্রিটেনের এক গবেষণায় এই তথ্য উঠে এসে এসেছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বিশেষ করে যাঁদের বেশি জ্বর থাকছে এবং যাঁদের শরীরে অক্সিজেন চালনা করা হচ্ছে তাঁদের মধ্যে বেশি দেখা...