বঙ্গভূমি লাইভ ডেস্ক : কানাডায় পরিচয়হীন ১৬০টি কবরের সন্ধান পাওয়ায় সেখানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে আদিবাসী প্রধান জোয়ান ব্রাউন বলেছেন, ” এই গণহত্যার জন্য পেনেলাকুট উপজাতিদের মানসিক আঘাতের মুখোমুখি হতে হয়েছিল।” এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কবর আবিষ্কারে ঘটনাকে তাঁর “হৃদয় বিদারক” বলে বিবৃতি দিয়েছেন। মঙ্গলবার একটি রোমান ক্যাথলিক বোর্ডিং স্কুলের জমিতে আদিবাসী...