বঙ্গভূমি লাইভ ডেস্ক: টিভি দেখা নিয়ে বচসার জেরে আত্মঘাতী নাবালিকা। ঘটনাটি কেরলের ইদ্দুকি জেলার মানাক্কড় গ্রামের। পরিবার সূত্রে খবর সোমবার সন্ধ্যায় বোনের সাথে টিভি দেখছিল ওই নাবালিকা। বাড়িতে ছিলেন শুধু তাদের ঠাকুমা। বাবা মা তখন বাড়িতে ছিলেন না। তখনই টিভি দেখাকে কেন্দ্র করে বচসা বাধে দুই বোনের মধ্যে। আর তারপরই রাগের মাথায় অন্য ঘরে গিয়ে...