বঙ্গভূমি লাইভ ডেস্ক: লম্বা পাউরুটির ভেতরে সসেজ ভরা। সেই সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে মেয়োনিজ এবং চিজ। সব কিছু মিশ্রণে অত্যন্ত সুস্বাদু খাবার হট ডগ। সুদূর আমেরিকায় এই খাবারটির প্রচলন হলেও আমাদের দেশেও এর সমান জনপ্রিয়তা। কুকুরের সঙ্গে এই খাবারের সম্পর্কই বা কি? ইউরোপে সসেজ তৈরি হয় বেশিরভাগ সময় শূকরের মাংস দিয়ে। মূলত জার্মানির খাবার হলো...