বঙ্গভূমি লাইভ ডেস্ক: চিড় ধরেছিল ভিতরে ভিতরে। এবার তা ফাটল হয়ে দেখা দিচ্ছে রাজ্য বিজেপিতে। মুকুল রায়ের দেখানো পথেই, পদ্ম ছেড়ে ঘাসফুলের দিকে পা বাড়িয়েছেন অনেকেই। যাঁর মধ্যে উল্লেখযোগ্য দুটি নাম বীরভূমের মনিরুল ইসলাম এবং গদাধর হাজরা। তৃণমূল ছেড়ে আসা যেসব নেতাদের নিয়ে রাজ্যে শক্তপোক্ত সংগঠন তৈরিতে মন দিয়েছিল বিজেপি, এবার তারাই আস্তে আস্তে ঘরমুখো।...