বঙ্গভূমি লাইভ ডেস্ক: মেয়েরা দেশের হয়ে যুদ্ধ করবে! সেনা স্কুলের দ্বার অবারিত হয়েছে তাদের জন্য। আর সেই মেয়েদেরই নির্বিকার চিত্তে ‘শাস্তি’ দেওয়ার জন্য অবাধে ধর্ষণের মতো কুকর্ম করবে পুরুষরা। আর এভাবেই বারে বারে সমাজে জন্ম নেবে নির্ভয়রা। আবারও সেই দিল্লি। রাজধনীর বুকে চলন্ত গাড়িতে ধর্ষিতা হলেন আরও এক মেয়ে, দুটি পুরুষের সঙ্গে শক্তিতে হার মেনেছিল...