বঙ্গভূমি লাইভ ডেস্ক: ১৫ দিন ধরে স্ত্রী শারীরিক সম্পর্ক করছিল না। যৌন মিলনে আপত্তি জানাচ্ছিল সে। শেষমেশ এই রাগে স্ত্রীকে খুন করল উত্তরপ্রদেশের এক যুবক। এমনকী, নিজের তিন সন্তানকেও খালের জলে ফেলে দিল সে। নির্মম এই ঘটনাটি মুজফফর নগরের বেসেদি গ্রামে ঘটেছে। ৩৭ বছর বয়সী ওই যুবকের নাম পাপ্পু কুমার। তাঁর স্ত্রীয়ের বয়স ছিল...