বঙ্গভূমি লাইভ ডেস্ক: লকডাউনে কাজ হারিয়েছে। অৰ্থিক অনটনের কারণে বন্ধুদের কাছ থেকে সাহায্যও নিয়েছিল। কিন্তু ধারের টাকা মেটাতে না পেরে দুই বন্ধুর কাছে স্ত্রীকে তুলে দিল ব্যক্তি। স্ত্রীকে ধর্ষণও করতে বলে! এমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী রইল তামিলনাড়ুর এলআর পালায়াম গ্রাম। ইতিমধ্যেই অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিস। সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির মাধন(নাম পরিবর্তিত)। জানা গিয়েছে,...