বঙ্গভূমি লাইভ ডেস্ক: আদর্শের অন্য নাম শিক্ষকতা। মূল্যবোধ ছাত্র-ছাত্রীর মধ্যে প্রবাহিত করেন শিক্ষক। শিক্ষকের কামনার দাহ ছাত্রীকেও দগ্ধ করতে পারে? ভাবা যায়! এমনটাই হয়েছে ভোপালে। ৫০ বছরের শিক্ষক ধর্ষণ করলেন ১০ বছরের ছাত্রীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে। ভোপালের বারাসিয়ার এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার। ৫০বছরের স্কুলের এক শিক্ষক তাকে ধর্ষণ করেন...