শ্রাবণী পাল: ঢাকে কাঠি পড়েছে। তবে আধুনিক যুগের অনেক মণ্ডপেই এখন ঢাকির সংখ্যা যথেষ্ট কম। ঢাকের আওয়াজ শোনা গেলেও অনেক ক্ষেত্রেই তা রেকর্ড করা। তবে এখনও অনেক জায়গাই ঢাকের ঐতিহ্য বজায় রেখেছে, এখনও ঢাকির দেখা মেলে। মণ্ডপে গান বাজতেও শোনা যায়। বাংলা, হিন্দি সবরকম গানই বাজে মণ্ডপগুলিতে। এবার মণ্ডপে বাংলা গান বাজানোর দাবিতে সরব হল...