বঙ্গভূমি লাইভ ডেস্ক: কোমরে টেনে গোঁজা শাড়ির আঁচল, অবলীলায় এক বৃদ্ধকে পিঠে চাপিয়ে হেঁটে চলেছেন এক যুবতী। পিঠ আঁকড়ে ঝুলছেন বৃদ্ধ। এরকমই এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ছবিতে যা দেখা যায়নি, তা হল যুবতীটির যন্ত্রণাকাতর মুখখানি। এই ভাইরাল ছবির পর অসমের নীহারিকা দাসের মন্তব্য , যন্ত্রনায় পিঠ যেন ভেঙে পড়ছিল, কিন্তু কেউ,সাহায্য করতে...