বঙ্গভূমি লাইভ ডেস্ক : জন্মদিনের পার্টিতে বচসা। এর জেরে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন দু’জন। এরা দুজনেই বন্ধু। ঘটনাটি ঘটেছে অমৃতসরের একটি হোটেলে। অতিরিক্ত ডেপুটি কমিশনার জানিয়েছেন, ওই জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিত ছিলেন ৩০ জন। সেখানে বচসার জেরে নিমন্ত্রিত এক ব্যক্তি পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান। গুলি চালনার সময় অন্য অতিথিরাও উপস্থিত ছিলেন...