বঙ্গভূমি লাইভ ডেস্ক: মেয়েরা শক্তির আধার। হয়ত এই প্রবাদ এতদিন নারীদের মানসিক শক্তির প্রতীক হিসেবেই ব্যবহার হত। কিন্তু দৈহিক শক্তিতেও যে মেয়েরা পুরুষের সমকক্ষ হতে পারেন, তার জলজ্যান্ত প্রমাণ এখন নেট দুনিয়ায় ঘুরছে। শাইলি চিকারা, এই ভারতীয় মহিলা এখন বিদেশি নেটিজেনদেরও আলোচনার বিষয়। বরাবরই নিজের ফিটনেস নিয়ে দারুন সচেতন তিনি। এবার নিজের দৈহিক শক্তির পরিচয়...