বঙ্গভূমি লাইভ ডেস্ক: আনন্দে আটখানা কনে। এক ঘর লোকের মাঝে এক মুসলিম বিবাহ বাসরে বর বললেন, কবুল হ্যায়। তারপর আর আবেগ চেপে রাখতে পারলেন না কনে। একেবারে লাফ দিয়ে উঠে আনন্দ প্রকাশ করেন। যেন জিতে গেছেন। এরপর অপেক্ষা না করে সদ্য বিবাহিত স্বামীর গালে এঁকে দেন চুম্বন। স্বামী বউয়ের কাণ্ডকারখানা দেখে হতবাক। হতবাক সেখানে উপস্থিত...