বঙ্গভূমি লাইভ ডেস্ক: সরকারে একটা জেহাদি গোষ্ঠী। ফলে খুব স্বাভাবিক যে, ভারত আফগানিস্তানের তালিব সরকারকে মান্যতা দেয়নি। বারবার তালিবান দাবি করে তারা পাল্টেছে। এটা এর মধ্যে প্রমাণ হয়েছে, কথার কথা। তবে তালিব সরকার ক্ষমতায় এসে নয়াদিল্লির দিকে বন্ধুতার হাত বাড়ায়। এবার তারা বিমান পরিষেবা চালুর আর্জি জানাল। ভারতের সঙ্গে ফের যাত্রীবাহী অসামরিক বিমান সংযোগের আর্জি...