বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনা বদলেছে জীবন যাপন। শিক্ষা, স্বাস্থ্য থেকে রুজিরুটি ভেঙে পড়েছে সব। একটা ভাইরাস সব ওলটপালট করে দিয়েছে। এই আবহে অনেকে এই পরিস্থিতিতেও বাঁচার মানে খুঁজে নিচ্ছেন অন্যভাবে। সমাজের কোনও স্তর এই সঙ্কট থেকে রেহাই পায়নি। কেউ চাকরি হারিয়েছেন। কোম্পানি বন্ধ হয়েছে। আবার কেউ নিজের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু খুইয়েছেন। বাঁচার ইচ্ছাটুকু ছাড়তে...