বঙ্গভূমি লাইভ ডেস্ক: একসময় আলোড়ন ফেলে দিয়েছিল কৃষকদের লং মার্চ। সেই সংবাদমাদমাধ্যে উঠে এসেছিল, লংমার্চে হাঁটতে গিয়ে কৃষকদের ক্ষত-বিক্ষত পা। সেই থিমেই এবার মণ্ডপ সাজিয়েছে দমদম পার্ক ভারতচক্র। সেই মণ্ডপে যোগ হয়েছে কৃষকদের জুতো। কিন্তু মণ্ডপে জুতো কেন, সেই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। ধর্মীরভাবাবেগে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তবে সেই...