বঙ্গভূমি লাইভ ডেস্ক: এ যেন রীতিমতো বর্বরতা! নর্দমার ময়লা পরিস্কার না হওয়ায় রাস্তায় জমে গিয়েছে জল। আর সেই ‘অপরাধে’ এক ঠিকাদারকে জলমগ্ন রাস্তায় বসিয়ে তাঁর গায়ে ময়লা ফেলালেন শিবসেনার বিধায়ক দিলীপ লান্ডে। সেই ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। তা দেখে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়ে শিবসেনা। ধিক্কার জানানো হয় ওই বিধায়ককেও। প্রশ্ন...