বঙ্গভূমি লাইভ ডেস্ক: মধ্য প্রদেশের সাহাজাপুর জেলার মোহন বারোদিয়া থানার অধীনস্থ বিজনিয়া গ্রামে ঋণ খেলাপের অভিযোগে বেধড়ক মারধর করা হয়েছে এক দলিত দম্পতি ও তাঁদের পুত্রবধূকে। ৮০ বছর বয়সী সিধনাথ, তাঁর ৭৫ বছর বয়সী স্ত্রী রেশমবাই এবং তাঁদের ৪৫ বছর বয়সী পুত্রবধূ লীলাবাই হঠাৎ খবর পান, তাদের সোয়াবিনের ক্ষেতে হওয়া ফসল নষ্ট করার উদ্দেশ্যে ক্ষেতে...